বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ঈদ শুভেচ্ছা জানিয়েছেন  ব্যবসায়ীসহ সর্বস্থরের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সজল নেতাকর্মীসহ কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মহিউদ্দিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শকু

কুলাউড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-অতিরিক্ত দায়িত্ব) শাহ জহুরুল হোসেন বলেছেন, আসন্ন পবিত্র রমজানের পূর্বেই কুলাউড়া শহরের যানজট নিরসনে কাজ শুরু করা হবে। বিশেষ করে সিএনজি গাড়ির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা গ্রহণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি এবং রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শারমিন ফারহানা জেরিন, কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন,
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, মহিলাবিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, আইসিটি কর্মকর্তা সেলিম বাবু, রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, প্রবীণ সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক প্রমুখ।

সভায় চুরি, গাঁজা সেবন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও যানজট রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh