মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও প্রবাসী কল্যাণ সংস্থা সদস্য প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একতা, ভাতৃত্ব, উন্নয়ন এই স্লোগানকে ধারণ করে
মনসুর প্রবাসী কল্যাণ সংস্থার প্রবাসীদের অনুদানে দেশের মানুষের জন্য কাজ করে। ১ মার্চ (রোববার) মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম মনসুর জামে মসজিদের সহ সভাপতি খালিছ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মনসুর মাদ্রাসার সাবেক অবিভাবক সদস্য সাইফুর রহমান ছানা, প্রবাসী ময়ুব আলী, মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাইফুর রহমান, প্রবাসী কল্যাণ সংস্থার দেশের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান জাবেদ, প্রবাসী মনির মিয়া, সুহেল আহমদ, ছালিক আহমদ রবিন, মইনুল ইসলাম মামুন, আব্দুস সবুর তুহিন, এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রবাসী আলম আহমদ, ছাত্রদল নেতা ফারাজ ফারদীন সাংবাদিক ইব্রাহিম আলী, হাবিবুর রহমান হোসাইন, সেলিম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র বাপ্পি আহমদ।