প্যারিসের শুক্রবার দিনের ব্যস্ত সময়ে গার দু নর্দ রেল স্টেশনে কাছে ডেনিস এলাকার ‘রেল লাইনের মাঝখানে’ ২০০ কেজি ওজনের বিস্ফোরক সহ ৫০০ কেজি ওজনের বোমা পাওয়া গেলে প্যারিসের থেকে উত্তরাঞ্চলের রেল চলাচলে ব্যাপক বিপর্যয় ঘটে। এতে গার দু নর্দ রেল স্টেশনে হাজার হাজার বিপাকে পড়ে। বোমাটি দেখা পর লন্ডনগামী ইউরোস্টারসহ মেট্রো, জাতীয় ও দ্রুতগামী আন্তর্জাতিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়। ধারনা করা হচ্ছে এটি ২য় বিশ্বযোদ্ধে ব্যবহৃত বোমা। তবে এটিকে নিষ্ক্রিয় করা হয়েছে ।
উত্তর ফ্রান্সের গার দু নর্দের এই স্টেশন দিয়ে প্রতিদিন চয় লক্ষ মানুষ যাতায়াত করেন। পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। ফরাসি পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারোট বলেছেন, সারা দিন ট্রেন চলাচল গুরুতরভাবে ব্যাহত হয়েছে । তবে সন্ধ্যা ছয়টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে ।