কুলাউড়ায় ছাত্রশিবিরের আয়োজনে সাংবাদিক ও সুধীজন নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেলে কুলাউড়ায় উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিলে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান তারেকের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ শিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবির সভাপতি নিজাম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী,জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল মুমিত মুরশেদ,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাব কুলাউড়া’র সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংবাদকর্মী ছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।