বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে অসহায় শ্রমিকদের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। ১২ মার্চ (বুধবার) ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি দিদার হোসাইনের সঞ্চালনায় ফুড প্যাক (খাদ্য সামগ্রী) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার ২- কুলাউড়া
সংসদ সদস্য পদপ্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ইন্জিনিয়ার এম সায়েদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা উপজেলা জামায়াতের আমীর, অধ্যাপক আব্দুল মুন্তাজিম, উপজেলা সহ সভাপতি আবুল কাশেম আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দরা উপস্থিত শতাধিক শ্রমিকদের মাঝে ফুড প্যাক বিতরণ করেন ।