মৌলভীবাজারের কুলাউড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে দিবস দুটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৬ মার্চ সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ও পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিকভাবে উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও দিনব্যাপী অন্যান্য কর্মসূচি পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নিবাস চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: জাকির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বক্স, ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল আদনান চৌধুরী প্রমুখ।