কুলাউড়া পৌরসভায় ৪৬০০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল
১০ টায় কুলাউড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এসব চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন। ১৮ ও ১৯ মার্চ দুইদিনব্যাপী পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪৬০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানান তিনি । এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্ছু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল প্রমুখ।
পৌর প্রশাসক মো মহিউদ্দিন বলেন , ৯ টি ওয়ার্ডে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ।
এসময় চাল উপহার হিসেবে পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।