মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে ইজারাদারের সাব ম্যানেজার শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি বলেন, শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে।