বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের মাদ্রাসা বিভাগের দ্বিতীয় ত্রৈমাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ২৩ মার্চ সকাল ও বিকালে পৃথক ২টি পর্বে মাদ্রাসা বিভাগের দ্বিতীয় ত্রৈমাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমাদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা শাইখ বিলাল উদ্দিন, হাফেজ কারী বেলায়েত হোসাইন, মাওলানা আখলাকুর রহমান, হাফেজ মারওয়ানসহ শিক্ষকবৃন্দ । উপস্থিত ছিলেন মাদ্রাসার পরচালানা পর্ষদের সদস্য সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম । অনুষ্ঠানে মর্নিং ও ইভিনিং সেকশনের সকল ক্লাসের শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম,২য় ও ৩য় সকলকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল শিক্ষার্থীদের শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
Related