মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালিকের বোনের দুই মেয়ে লন্ডন প্রবাসী আমিনা ও জাইনা এর সৌজন্যে প্রায় সহস্রাধিক পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(রবিবার) ২৩ মার্চ সকালে আব্দুল মালিক মেম্বারের বাড়িতে, আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির। উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুল মালিক, সমাজ সেবক সুলতান আহমেদ, ছালিক উদ্দিন, ওয়ার্ড বিএনপি সভাপতি ময়দুল হোসেন, আব্দুল হাই, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, বিশিষ্ট ব্যসায়ী কামরুল ইসলাম, সংগঠক আবুল হোসেন রিজন,
শরিফ আহমেদ, আতিক আহমেদ, রিপন আহমদ,
আতিক, আকমল, সালাই, হেলাল, আকাশ, মাহি প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় পরিবারের পক্ষ থেকে বিএনপি নেতা আব্দুল হাই বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে প্রায় ৮ বছর থেকে আমরা এ কার্যক্রম করে আসছি ইতিমধ্যে প্রতি বছরের ন্যায় এবারও এ আয়োজন করা হয় । গত বছর আমরা প্রায় ৫০০ পরিবারকে সহায়তা দিয়েছি এবার ১ হাজার পরিবারকে দিচ্ছি সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা যাতে সারাজীবন মানুষের কল্যানে কাজ করতে পারি।