মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কাদিপুর ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল খালিকের ছেলে আব্দুল কাইয়ুম মাজুকে সভাপতি এবং মাদ্রাসা সুপারকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কুলাউড়া পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নতুন এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
সভাপতি নির্বাচিত হয়ে আব্দুল কাইয়ুম মাজু বলেন, মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাবো।