মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, সাংবাদিক মহি উদ্দিন রিপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি লিংকন তালুকদার, নাহিদুর রহমান, ইব্রাহীম আলী, আরমান আহমদ প্রমুখ।