মৌলভীবাজারের কুলাউড়ায় মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কতৃক মাসব্যাপী সহীহ্ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ (শুক্রবার) মাদ্রাসা হলরুমে, মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে ও কুরআন প্রশিক্ষণের শিক্ষক জাহিদ আল ফেরদাউসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সমাজ সেবক আব্দুল মুহিত বাবলু, প্রশিক্ষণ কেন্দ্রের প্রধানকারী মাও: মোশাররফ হোসেন, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহি উদ্দিন রিপন, শিক্ষক দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান, শিক্ষার্থী বাপ্পি আহমদ, তানিয়া আক্তার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মনসুর মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য সাইফুর রহমান ছানা, সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি সাহেদ আহমদ, কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক তাজুল ইসলাম, রায়হানুল হক, মো: শাহ আলম, রোকন উদ্দিন, জুবায়ের মাহমুদ উজ্জ্বল, মহসিন আহমদ, হাসান আহমদ, ছাত্র প্রতিনিধি সাদমান আশরাফ সাদিম প্রমুখ।