কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম হাসিমপুর জামিলিয়া ইসলামিয়া মাদরাসা,কর্মধা,কুলাউড়া এর পবিত্র মাহে রামাদান মাস উপলক্ষে দারুল কিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান, দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ রামাদান বুধবার এলাকাবাসীর ব্যপক উপস্থিতিতে মাদরাসার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান ও মাদরাসার নায়েবে মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ খালিদ সাইফুল্লাহ এর যৌথ পরিচালনায় এবং মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি জনাব ইসরাইল আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতী আহসান উদ্দিন, উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হেলাল আহমদ। তাঁরা এলাকাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে মাদরাসার ভূমিকা ও গুরত্ব বর্ণনা করেন। অত্র মাদরাসার সার্বিক কল্যাণে কাজ করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
উক্ত বিদায়ী অনুষ্ঠান, দুআ ও ইফতার মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রাজনগর ডিএস ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল হোসাইন ও বাংলাদেশ এম্বাসি,জেদ্দা সৌদি আরবে কর্মরত অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়েখ ইমদাদ উল্লাহ মাদানি।
এছাড়াও বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ইউনুস,রহমতাবাদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম সর্বজন শ্রদ্বেয় শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুক্তাদির ঢেউপাশি, নায়েবে মুহতামিম মাওলানা রমজান আলি। উপস্থিত ছিলেন পুরশাই হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাদ হাফেজ নোমান আহমদ, কুলাউড়া উপজেলার জনপ্রতিনিধি রাজানুর রহিম ইফতেখার, মাদরাসা কমিটির কোষাধ্যক্ষ জনাব মোহিত হোসেন।
মাদরাসার উস্তাদবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের বিভিন্ন গ্রামের মুরব্বিয়ানে কেরাম এবং তরুণ সমাজ। অতিথিবৃন্দ মাদরাসায় ২০২৪ সেশনে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সাদিকুর রহমান রাহাত কে ক্রেস্ট উপহার প্রদান করেন। এছাড়াও দারুল কেরাতে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও উপহার তুলে দেন, বিশেষ করে অত্র মাদরাসার দারুল কিরাতে মেধা তালিকায় ১ম স্থান অধিকারী আফফান বিন সাইফুল্লাহ,২য় স্থান অধিকারী মারুফা জান্নাত ইমা এবং ৩য় স্থান অধিকারী নাবিলা জান্নাত তাম্মির হাতে বিশেষ পুরস্কার হিসাবে ক্রেস্ট তুলে দেন। পরিশেষে দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।