ঈদুল ফিতর উপলক্ষে কুলাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌর ছাত্রদলের আহবায়ক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আতিকুল ইসলাম আতিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহের সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।
ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি।
তারণ্যের অংহকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি মাঠে আছেন জানিয়ে দেশের জনগণের ভোটে বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।