সর্বস্থরের নেতাকর্মীসহ কুলাউড়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশি সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারণ করেই পুর্ণতা লাভ করে পবিত্র ঈদের খুশি।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
তারণ্যের অংহকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি মাঠে আছেন জানিয়ে দেশের জনগণের ভোটে বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।