কুলাউড়া উপজেলাবাসীসহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে মুসলমানদের সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদুল ফিতরের ঐকান্তিক কামনা।
রেদোয়ান খান আরো বলেন বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে ।