মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ২০১০ সালে প্রতিষ্ঠিত বরমচালের ঐতিহ্যবাহী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের ২০২৫ সালের ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিতে ক্রমে আসাদুজ্জামান শিলুকে সভাপতি ও ওয়াদুদ খালেদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সহ সভাপতি পদে মনোয়ার আলম, জাহিদ চৌধুরী, আলাল সিদ্দিকী লিটন ও শাহেদ আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রায়হান তালুকদার, সাইফুল এ সুহেল, বিজয় ধর ও সুমন। সাংগঠনিক ও অর্থ সসম্পাদক আল আমিন সহ ৪৩ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি আসাদুজ্জামান শিলু বলেন, আমি ও ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি, আপনাদের দোয়ায় যেন ক্লাবটি সমাজের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারে। সকল সদস্যবৃন্দরা বলেন “আমরা ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে বরমচালের সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চাই।