শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ার জয়চন্ডীতে সরকারি কালভার্ট ভাঙার অভিযোগে আটক ২  কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর কুলাউড়ায় ১০ একর সরকারি জায়গা উদ্ধার কুলাউড়ায় পৌর বিএনপির ৩ ওয়ার্ডের কমিটি ঘোষণা কুলাউড়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আজাদ সিদ্দিকীর সংবাদ সম্মেলন বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে এডুকেশন এক্সপো ২০২৫ কুলাউড়ায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আতিক গ্রেপ্তার অবশেষে প্রাণ ফিরছে অস্তিত্ব সংকটে ভরাট হওয়া কুলাউড়া রবিরবাজার কাঁচা বাজারের পুকুরটির  ফ্রাঙ্কো-বাংলা স্কুল এখন নতুন ঠিকানায় কুলাউড়ায় রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি খয়াজ, সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক টিপু

কুলাউড়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আজাদ সিদ্দিকীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Oplus_16777216
 মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন গণমাধ্যমে মনগড়া ভূয়া তথ্য দিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি ভাটেরা ইউনিয়ন শাখার সাবেক আহবায়ক, সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আজাদ মিয়া সিদ্দিকী। বৃহস্পতিবার (২৪  এপিল) দুপুরে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করে তিনি এ প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ভাটেরা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত সজ্জাদ আলী সিদ্দিকীর ছেলে। গত ২৩ এপ্রিল ২০২৫ ইং বিভিন্ন গণমাধ্যমে মনগড়া তত্ত্ব দিয়ে আমাকে জড়িয়ে “কুলাউড়ায় আওয়ামী নেতা আজাদ মিয়াকে পুর্নবাসন করলো বিএনপি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভূয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য এলাকার একটি বিশেষ মহল এমন অপপ্রচার চালাচ্ছে। ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমি ছাত্রদল থেকে বেড়ে ওঠা জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী। কখনো আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি ১৯৯৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য ছিলাম। ২০১৯ সালে ভাটেরা ইউনিয়ন বিএনপি’র প্রধান আহবায়কের দায়িত্ব পালন করি। এরপর ২০২৩ সালের ১৭ অক্টোবর তারিখে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক আশিক মোশাররফ ও যুগ্ম আহবায়ক বকশী মিছবাহ উর রহমান স্বাক্ষরিত ভাটেরা ইউনিয়ন বিএনপি’র কমিটিতে সভাপতির দায়িত্বে ছিলাম। সর্বশেষ ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত ভাটেরা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। দলীয় প্রতিটি কর্মকান্ডে সক্রিয় থেকে রাজনীতি করেছি। গত ১৮ এপ্রিল ভাটেরা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলে আওয়ামী-যুবলীগের রাজনীতির সাথে জড়িত হৃদয় আহমদ সদরের নাম কমিটিতে ঢুকাতে প্রস্তাব করা হয়। ওইসময় আমিসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা প্রস্তাবে আপত্তি জানালে প্রতিপক্ষ সেই আওয়ামীলীগের দোসর হৃদয়ের অনুসারীরা কাউন্সিলে হট্টগোল শুরু করলে উত্তেজনা দেখা দেয়।  আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে হৃদয়ের যে সখ্যতা রয়েছে তার একাধিক প্রমাণ আছে। জেলা বিএনপির কঠোর নির্দেশনা স্বৈরাচারের দোসর কেউ বিএনপির  কমিটিতে স্থান পাবেনা। আমরা চাই সুষ্ঠু পরিবেশে সুন্দর একটি ওয়ার্ড কমিটি গঠন। কিন্তু প্রতিপক্ষের ইন্ধনে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। আমার রাজনৈতিক, সামাজিক,  ব্যক্তিগত ও পারিবারিক মান মর্যাদা বিনষ্ট করার জন্য ওই কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh