বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ঈদ শুভেচ্ছা জানিয়েছেন  ব্যবসায়ীসহ সর্বস্থরের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সজল নেতাকর্মীসহ কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মহিউদ্দিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শকু

প্রথম ডোজ বন্ধ হচ্ছে না, গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা কার্যক্রমের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) মুঠোফোনে সাংবাদিকদের এ কথা জানান ‍তিনি।

গত ২২ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে টিকা দেয়া কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ ফেব্রুয়ারি যে এক কোটি ডোজ টিকা দেয়া হবে এর মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ। কারণ তাদের অনেকেই এখনও টিকা নেননি। সব ইউনিয়নে টিকা দেয়া হবে। ওই দিন টিকার প্রথম ডোজের ওপর গুরুত্ব বেশি দেয়া হবে। ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজের ওপর গুরুত্ব কম দেয়া হলেও পরবর্তীতে এর স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে সীমিত পরিসরে। কেননা তখন অনেক মানুষকে দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজের টিকা দিতে হবে। তাই ২৬ ফেব্রুয়ারির পর দ্বিতীয় ও তৃতীয় বুস্টার ডোজ গুরুত্ব পাবে।

দেশে গত বছরের ২৭ জানুয়ারি প্রথম টিকা কার্যক্রম শুরু হলেও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়। গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে এক কোটি ডোজ টিকা দেয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি পর প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ রাখা হবে। টিকা পেতে নিবন্ধন বা এসএমএসের প্রয়োজন হবে না। টিকা কেন্দ্রে গেলেই মিলবে টিকা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh