শনিবার (১৯ মার্চ) অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার কোম্পানীগঞ্জ বাজার গ্রেপ্তার করা হয় তাঁকে।
থানা সুত্রে জানা যায়, ২০২১সালের ২৫ সেপ্টেম্বর, মধ্যরাতে কাউকাপন বাজারের দক্ষিণে কাউকাপন-কটারকোনাগামী পাকা রাস্তায় আসামী জাকির হোসেন ও তার অন্যান্য সহযোগীরা মিলে কাউকাপন বাজারে বন্ধু ভেরাইটিজ ষ্টোর দোকানের ব্যবসায়ী উপজেলার হরিচক গ্রামের বাসিন্দা প্রতাপ চন্দ্র দে’র পুত্র স্বপন চন্দ্র দে-কে (৩০) মারপিট করে গুরুতর জখম করে, নগদ ২’লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনার প্রতাপ চন্দ্র দে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।
এজাহারনামীয় আসামী কাবুল মিয়াকে এর আগে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলেও আত্মগোপনে চলে যায় মূল আসামী জাকির হোসেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে আটক করা হয় তাকে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের দিক নির্দেশনা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের অভিযান পরিচালনা করেন এসআই/মোঃ কামরুল হাসান সহ অন্যান্যরা।