শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

কুলাউড়ায় আশ্রয়ন প্রকল্প ঘর পরিদর্শনে এমপি সুলতান মনসুর

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

কুলাউড়ায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।শুক্রবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামপুর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণকাজের পরিদর্শন করেন তিনি।

মুজিব বর্ষের অঙ্গীকার ঘরহীন থাকবে না একটি পরিবার” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সারা দেশে ভূমিহীনদের গৃহনির্মাণ প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার তারই অংশ হিসেবে কুলাউড়ায় ও তৈরি করে দেওয়া হচ্ছে ভূমিহীনদের কে জায়গাসহ গৃহনির্মাণের কাজ সেই কাজ পরিদর্শনে অন্যান্য দের মধ্যে
উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর, ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, এমপির বিশেষ সহকারী জামিল আহমেদ মোহন, অফিস সহকারী শেখ রুহেল আহমদ প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় প্রথম ও দ্বিতীয় ধাপে ২১০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। বর্তমানে উপজেলার ভাটেরা ও হাজীপুর ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৬০টি গৃহ নির্মাণকাজ চলমান রয়েছে।
পরে ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ ভাটেরা বাজার হতে পশ্চিমমুখী ইসলামনগর ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ রাস্তার হেরিং বন্ড কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh