শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা- ১৪ টি যানবাহন জব্দ  বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত কুলাউড়ার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রাখতে হবে – অতি: পুলিশ সুপার কামরুল হাসান বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর উদ্যোগে কুলাউড়ায় বন্যার্থদের মধ্যে নগদ অর্থ প্রদান তরুণ সংবাদকর্মী সুনিমের প্রবাস যাত্রা উপলক্ষে সম্মাননা প্রদান কুলাউড়ায় বোরো চাষের জন্য ব্যক্তিগত উদ্যোগে বাঁধ মৌলভীবাজারের ৭ উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ভয়েস অফ কুলাউড়া’র উপদেষ্টা বদরুল আলম চৌধুরী শিপলু কুলাউড়ায় ভূমি অফিসের জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

কুলাউড়ায় মাটি চাপায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

এম এ আহাদ
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির গর্তে পাখির বাসা খুঁজতে গিয়ে মাটি চাপায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ইসলাম নগর গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১২), আব্দুল করিমের ছেলে কবির হোসেন (৯) এবং তসিবুর রহমানের ছেলে সুমন আহমদ (১৩)।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বদরুল হক জানান, ইসলামনগর এলাকায় একটি পাহাড়র থেকে মাটি কেটে কে বা কারা গর্ত করে রেখেছিলো। ওই স্থানে পাখির বাসা খুঁজতে গিয়ে মাটিচাপা পড়ে এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকালে একই এলাকার শিশুরা ওই স্থানে খেলতে গিয়ে মাটিচাপা পড়া একজনের হাত দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশুদের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর কান্নায় পুরো ভাটেরা এলাকা শোকে পরিনত হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, শুনেছি মাটিচায়ায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই আছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh